× Warning! Check your Cooke | Total Visitor : 86843

রাজশাহী

Published :
03-12-2023
07:08:40pm

Total Reader: 58



রাজশাহীর ৬টি আসনের ৬০ টি মনোনয়নপত্রের মধ্যে বাতিল ২২ টি


রাজশাহী অফিস : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর-৬ টি আসনের প্রার্থীদের মধ্যে ২২ জনের মনোনয়ন বাতিল করেছে রিটারনিং কর্মকর্তা। এই ৬টি আসনেমোট ৬০ জন আবেদন করেন। যার মধ্যে ৩৮ জনের মনোনয়ন পত্র বৈধ বলে গণ্য হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) দিনব্যাপি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটারর্নিং কর্মকর্তা ওজেলা প্রশাসক শামীম আহমেদ। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত যাচাইবাছাই অনুষ্ঠানে প্রতিটি আসনের প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। যাদের মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিয় হয়েছে। এরা হলেন, আখতারুজ্জামান, গোলাম রাব্বানী, আয়েশা আখতার জাহান ডালিয়া এবং চিত্রনায়িকা মাহিয়া মাহির (শারমিন আক্তার নিপা মাহিয়া)। এদর প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং স্বতন্ত্রপ্রাথী। নির্বাচন কমিশনের নির্দেশনা মতে স্বতন্ত্রপ্রাথী হিসেনে মনোনয়ন জমা দেয়ার সময় সংসদীয় এলাকার মোট ভোটারের এক শতাংশের সমর্থনের স্বাক্ষর সম্বলিত কাগজ জমা দিতে হয়। তবে ওই নামগুলোর মধ্যে একাধিক স্বাক্ষরে অসঙ্গতি এবং একজন সমর্থক নির্বাচনী এলাকার বাইরে হওয়ায় এই চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

রাজশাহী-২ (সদর) আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। যাদের মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে। এরা হলেন, জাতীয় পার্টির সাবেক নেতা আমেরিকা প্রবাসী মোহাম্মদ শাহাবুদ্দিন বাচ্চু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, সাবেক আওয়ামী লীগে নেতা ওয়ার্ড কাউন্সিলর রেজাউন নবী আল মামুন এবং আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত আবু রায়হান মাসুদ, মোহাম্মদ শামিম, মোহাম্মদ মনিরুজ্জামান। হলফ নামায় থাকা তথ্য ভুল থাকায় এই ৬ জনের মনোনয় বাতিল হয়।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মোট ১১ জন মনোনয়ন দাখিল করেন। এদের মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এরা হলেন, জাতীয় পার্টির সাবেক নেতা আমেরিকা প্রবাসী মোহাম্মদ শাহাবুদ্দিন বাচ্চু, নিপু হোসেন, এনামুল হক এবং মনিরুজ্জামান। ঋণ খেলাপি এবং হলফ নামায় থাকা তথ্য ভুল থাকায় এই ৪ জনের মনোনয় বাতিল হয়।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে মোট ৭জন মনোনয়ন দাখিল করেন। এদের মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে। এরা হলেন, বাবুল হোসেন, জিন্নাতুল ইসলাম জিন্নাহ এবং মতিউর রহমান। ঋণ খেলাপি এবং হলফ নামায় থাকা তথ্য ভুল থাকায় এই ৩ জনের মনোনয় বাতিল হয়।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মোট ৯ জন মনোনয়ন দাখির করে। এদের মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এরা হলেন, আলতাফ হোসেন মোল্লা, ওবায়দুর রহমান, আহসানুল হক মাসুদ। ঋণ খেলাপি, মামলার তথ্য গোপন এবং হলফ নামায় থাকা তথ্য ভুল থাকায় এই ৩ জনের মনোনয় বাতিল হয়।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মোট ৯ জন মনোনয়ন দাখিল করেন। এদের মধ্যে ২ জনের মনোনয় বাতিল করা হয়েছে। এরা হলেন, খাইরুল ইসলাম এবং ইসরাফিল বিশ্বাস। হলফ নামায় থাকা তথ্য ভুল থাকায় এই দুই জনের মনোনয় বাতিল হয়।

রাজশাহী জেলার রিটার্নিং কর্মকর্ত ও জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, রাজশাহীর ৬টি আসনের বিপরীতে ৬০ জন মনোনয়পত্র জমা দেন। এদের মধ্যে ৩৮ জনের মনেনায়ন বৈধ। ১৭ জনের বাতিল হয়। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাদের অনেকেই নিজ এলাকার এক শতাংশ ভোটারদের সমর্থনের যে তালিকা দিয়েছেন তাতে স্বাক্ষর নয়তো নামে অসঙ্গতি ধরা পড়েছে। এক্ষেত্রে আমরা প্রার্থীদের দেওয়া ওই তালিকা থেকে দ্বৈবচয়ন পদ্ধতিতে ১০ জনের নাম বাছাই করে তাদের সাথে যোগাযোগ করি এবং অসঙ্গতি পাই। এছাড়া বাতিল হওয়া মনোনয়নের অনেকেই ঋণ খেলাপি এবং নিজেদের মামলা তথ্যগোপন করেন।

রিটারনিং কর্মকর্তা আরও জানান, বাতিল হওয়া প্রার্থীদের আপিলের সুযোগ আছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা উপযুক্ত প্রমাণাদি নিয়ে আবেদন করলে আমরা তা পুনরায় যাচাইবাছাই করবো।#

এসংক্রান্ত আরো সংবাদ : নির্বাচন




একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।

সম্পাদক : রাজু আহমেদ

বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
newsdailyrajshahi@gmail.com
call@ 01750142903